লালাজি মেন্ডন

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

লালাজি আর মেন্ডন কর্ণাটক বিধানসভার সদস্য (বিধায়ক)। তিনি কাপু বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন, যা উডুপি সংসদীয় আসনের একটি অংশ। তিনি ২০০৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে জিতেছিলেন [১] এবং ২০০৮ সালে পুনরায় নির্বাচিত হয়েছিলেন। [২][৩] তিনি ভারতীয় জনতা পার্টির অন্তর্ভুক্ত। ২০১৩ সালের নির্বাচনে তিনি কংগ্রেস নেতা বিনয় কুমার সুরের কাছে পরাজিত হয়েছিলেন। তবে ২০১৮ সালের নির্বাচনে তিনি বিনয় কুমার সরকে পরাজিত করেছিলেন এবং পুনরায় নির্বাচিত হয়েছিলেন।

তথ্যসূত্র

  1. "Statistical Report on General Election 2006 to the Legislative Assembly of Karnataka" (PDF)। Election Commission of India। ৬ অক্টোবর ২০১০ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১০ 
  2. "Udupi: Billava Candidates Fail to Open Account"Daijiworld। ২৯ মে ২০০৮। ১১ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১০ 
  3. "Winners exultant, losers disappointed"The Hindu। ২৬ মে ২০০৮। ৮ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১০