শাশ্বত চট্টোপাধ্যায়

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
শাশ্বত চট্টোপাধ্যায়
জন্ম
শাশ্বত চট্টোপাধ্যায়

১৯শে ডিসেম্বর, ১৯৭০[১]
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৯৫-বর্তমান
দাম্পত্য সঙ্গীড. মহুয়া চট্টোপাধ্যায়
পিতা-মাতাসুব্যেন্দু চট্টোপাধ্যায়

শাশ্বত চট্টোপাধ্যায় (অপু নামে সমধিক পরিচিত) ভারতীয় বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশনের একজন উজ্জ্বল তারকা। তার পিতা বিখ্যাত অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়। তিনি সমরেশ মজুমদারের কালপুরুষ উপন্যাসের ওপর ভিত্তি করে শৈবাল মিত্র কর্তৃক নির্মিত ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে এ জগতে প্রবেশ করেন।[২] সন্দীপ রায়ের পরিচালনায় ফেলুদা ধারাবাহিকে তিনি তপেশ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিখ্যাত হন। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত সুজয় ঘোষের বিখ্যাত চলচ্চিত্র কাহানির মাধ্যমে তিনি খ্যাতির শিখরে আরোহণ করেন। এতে তিনি খুনী 'বব বিশ্বাস'-এর চরিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রে তার অভিনয় মোগাম্বো এবং গব্বর সিং-এর সাথে তুলনা করা হয়। এতে অভিনয়ের ফলে তিনি আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র আকাদেমি পুরস্কার (আইআইএফএ)-এর জন্য মনোনিত হন (খলনায়ক হিসেবে)। মেঘে ঢাকা তারা চলচ্চিত্রে তার অভিনয় সর্বত্র প্রশংসিত হয়। এখানে তিনি ঋত্বিক ঘটকের চরিত্রে অভিনয় করেন। এটি বর্তমান সময়ের অন্যতম প্রশংসিত ছবি।

প্রথম জীবন

শাশ্বত ১৯শে ডিসেম্বর, ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন।[৩] শৈশব থেকেই তিনি থিয়েটার এবং অন্যান্য অভিনয় দেখতে পছন্দ করতেন। তিনি আয়নার সামনে অভিনয়ও করতেন। পিতা শুভেন্দু চট্টোপাধ্যায় কখনোই শাশ্বতকে কোন বিষয়ে চাপ দেননি। তিনি নিজেই অভিনয়কে পেশা হিসেবে নির্বাচন করেন।

ব্যক্তিজীবন

শাশ্বত কলকাতায় বাস করেন। তিনি স্কুলশিক্ষিকা মহুয়াকে বিয়ে করেন। এই দম্পতির এক কন্যা রয়েছে।[৪]

অভিনয় জীবন

তিনি শৈবাল মিত্রের ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে এই ভুবনে প্রবেশ করেন।[২] সন্দীপ রায়ের ফেলুদায় তোপসের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি জনপ্রিয়তা লাভ করেন। ধীরে ধীরে তিনি আরো জনপ্রিয় হয়ে উঠতে থাকেন।[৫] ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত তুমুল জনপ্রিয় চলচ্চিত্র কাহানিতে অভিনয় করে তিনি সারা ভারত জুড়ে বিখ্যাত হন। এখানে তার বিপরীতে অভিনয় করেন বিদ্যা বালান। এই চলচ্চিত্রে তিনি ঠান্ডা মাথার খুনীর চরিত্রে অভিনয় করেন। বব বিশ্বাস নামক এই চরিত্র সম্পর্কে তিনি বলেনঃ

এই চরিত্রটি ফেসবুক এবং টুইটারেও জনপ্রিয় হয়। ববের চরিত্রকে মাথায় রেখে একটি উপন্যাসও তৈরি হচ্ছে।[৬]

১৪ই জুন, ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র মেঘে ঢাকা তারা অত্যন্ত বিখ্যাত হয়। কমলেশ্বর বন্দ্যোপাধ্যায়-এর পরিচালনায় এই চলচ্চিত্রে তিনি বিখ্যাত পরিচালক ঋত্বিক ঘটকের চরিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রে তৎকালীন সমাজের সামাজিক-রাজনৈতিক বিভিন্ন ব্যাপার অত্যন্ত নিপুণভাবে তুলে ধরা হয়েছে। এতে তিনি নীলকন্ঠ বাগচীর চরিত্রে (মুখ্য চরিত্র) অভিনয় করেন। তিনি এই চরিত্রে নিজেকে সাবলীলভাবে উপস্থাপনের উদ্দেশ্যে তার অনেক চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র দেখেছেন।[৭] একটি ইন্টারভিউয়ে তিনি বলেন যে এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি এত পরিশ্রম করেছিলেন যে নিজের স্ত্রীর সাথেও কথা বলতে অসুবিধায় পড়তেন।[৮]

অভিনয়

সাল চলচ্চিত্র পরিচালক সহশিল্পী চরিত্রের নাম প্রযোজনা
২০১৮ আসছে আবার শবর অরিন্দম শীল ইন্দ্রনীল সেনগুপ্ত, গৌরব চক্রবর্তী, লোতিকা চট্টোপাধ্যায় সহ আরো অনেকে শবর দাশগুপ্ত শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৬ ঈগলের চোখ অরিন্দম শীল জয়া আহসান, পায়েল সরকার, জুন মালিয়া সহ আরো অনেকে শবর দাশগুপ্ত শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৫ এবার শবর শবর দাশগুপ্ত
২০১৪ চার সন্দীপ রায় পরাণ বন্দ্যোপাধ্যায় ডাক্তার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসসুরিন্দার ফিল্মস
২০১৪ বাড়ি তার বাংলা রূপচাঁদ সেন
২০১৪ বঙ্কু বাবু বঙ্কু বাবু
২০১৩ আবর্ত
২০১৩ তিয়াশা
২০১৩ সি/ও স্যার সব্যসাচী চক্রবর্তী, সুদিপ্তা চক্রবর্তী জয়ব্রত রায়
২০১৩ প্রলয় (চলচ্চিত্র) রাজ চক্রবর্তী পরমব্রত চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী শ্রী ভেঙ্কটেশ ফিল্মসরাজ চক্রবর্তীস প্রোডাকশনস
২০১৩ আশ্চর্য্য প্রদীপ অনীক দত্ত রজতাভ দত্ত, শ্রীলেখা মিত্র, মুমতাজ সরকার অনিলাভ গুপ্ত ব্রান্ড ভ্যালু কমিউনিকেশনস
২০১৩ গয়নার বাক্স অপর্ণা সেন কঙ্কনা সেনশর্মা, পরাণ বন্দ্যোপাধ্যায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১৩ নামতে নামতে রজতাভ দত্ত রানা দত্ত
২০১৩ ডামাডোল সমদর্শী দত্ত, সাহেব ভট্টাচার্য
২০১৩ মেঘে ঢাকা তারা কমলেশ্বর মুখোপাধ্যায় অনন্যা চট্টোপাধ্যায় নীলকণ্ঠ বাগচী শ্রী ভেঙ্কটেশ ফিল্মস
২০১২ যেখানে ভূতের ভয় সন্দীপ রায় পরাণ বন্দ্যোপাধ্যায় প্রতাপ সরকার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসসুরিন্দার ফিল্মস
২০১২ বালুকাবেলা ডট কম পার্থ সেন রুদ্রনীল ঘোষ সুবিমল দত্তগুপ্ত
২০১২ ল্যাপটপ কৌশিক গাঙ্গুলি অনন্যা চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, রাহুল বসু অরুন মুখার্জি
২০১২ ভূতের ভবিষ্যৎ অনীক দত্ত স্বস্তিকা মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী হাতকাটা কার্তিক
২০১২ আবার ব্যোমকেশ অঞ্জন দত্ত আবীর চট্টোপাধ্যায় অজিত বন্দ্যোপাধ্যায়
২০১২ কাহানি সুজয় ঘোষ বিদ্যা বালান বব বিশ্বাস
২০১২ নোবেল চোর মিঠুন চক্রবর্তী হরি
২০১২ ভালবাসা অফ রুটে
২০১২ গোড়ায় গন্ডগোল
২০১১ দ্য ফরলোর্ন (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র) ড. সম্বিত চ্যাটার্জি
২০১১ রঙ মিলান্তি দ্বীপজয় মিত্র/অনুপম ঘটক
২০১১ গোঁসাইবাগানের ভূত ভেলু ডাক্তার
২০১১ উড়ো চিঠি মনীশ
২০১১ গেট টু গেদার
২০১০ ব্যোমকেশ বক্সী অঞ্জন দত্ত আবীর চট্টোপাধ্যায় অজিত বন্দ্যোপাধ্যায়
২০০৯ চৌরাস্তা ক্রসরোড অফ লাভ
২০০৯ ক্রস কানেকশান স্বপ্নীল বসু
২০০৮ চলো লেটস গো অসীম
২০০৭ দ্য বং কানেকশান ভাই-দা
২০০৭ শুধু তোমার জন্য
২০০৬ দোসর
২০০৬ তিন ইয়ারি কথা
২০০৫ কর্কট রাশি (টিভি) প্রফেসর
২০০৪ আবার আসিব ফিরে
২০০৪ তিন এক্কে তিন তিনকড়ি
২০০৩ আবার অরণ্য শাশ্বত বন্দ্যোপাধ্যায়
২০০২ আমার ভুবন নূর
২০০০ শেষ ঠিকানা
১৯৯৯ খেলাঘর
১৯৯৯ তুমি এলে তাই
১৯৯৯ জাহাঙ্গীরের স্বর্নমুদ্রা সন্দীপ রায় সব্যসাচী চক্রবর্তী, বিভূ ভট্টাচার্য, রঞ্জিত মল্লিক তোপসে
১৯৯৮ আত্মজা
১৯৯৬ নয়নতারা
১৯৯৬ বাক্স রহস্য সন্দীপ রায় সব্যসাচী চক্রবর্তী, রবি ঘোষ তোপসে

পুরস্কার ও মনোনয়ন

পুরস্কার

  • দ্য ফোরলোর্ন চলচ্চিত্রের জন্য 'ইমফ্যাল আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব (২০১২)-শ্রেষ্ঠ সহযোগী অভিনেতা
  • ব্যোমকেশ বক্সী চলচ্চিত্রের জন্য জি বাংলার গৌরব (২০১১)-শ্রেষ্ঠ সহযোগী অভিনেতা (চলচ্চিত্র)
  • বিএফজেএ (২০০৩)-শ্রেষ্ঠ সহযোগী অভিনেতা পুরস্কার
  • আনন্দলোক অ্যাওয়ার্ড (১৯৯৮)-বিশেষ জুরি পুরস্কার

মনোনয়ন

  • কাহানি চলচ্চিত্রের জন্য জি সিনে অ্যাওয়ার্ড (২০১২)-শ্রেষ্ঠ খলনায়ক
  • কাহানি চলচ্চিত্রের জন্য স্টারডাস্ট অ্যাওয়ার্ড (২০১২)-শ্রেষ্ঠ খলনায়ক
  • কাহানি চলচ্চিত্রের জন্য আইআইএফএ অ্যাওয়ার্ড (২০১২)-খারাপ চরিত্রে অভিনয়ের জন্য

তথ্যসূত্র

  1. Firstpost.Bollywood (২৭ মার্চ ২০১২)। "Bob Biswas : I even scared my wife"। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১২ 
  2. ২.০ ২.১ The Telegraph (৯ জুন ২০১১)। "A Director's Actor"। সংগ্রহের তারিখ ২৭ সেপ্টেম্বর ২০১১ 
  3. IANS (৫ জুলাই ২০০৭)। "Bengali actor Subhendu Chatterjee dead"। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০০৯ 
  4. ৪.০ ৪.১ "Bob Biswas gets even bigger"। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৩ 
  5. Trans World Features (২২ জানুয়ারি ২০০৮)। "The legend of Feluda"। ৯ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০০৯ 
  6. "Kahaani's Bob Biswas a rage on FB, Twitter"। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৩ 
  7. "Ritwik Ghatak Meghe Dhaka Tara"Telegraph, Calcutta। ১৬ জুন ২০১২। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৩ 
  8. "A few scenes of Meghe Dhaka Tara gave me jitters: Saswata Chatterjee"The Times of India। ৪ জুন ২০১৩। ১৫ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৩ 

বহিঃসংযোগ