শিশির শিন্দে

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন

শিশির শিন্দে (জন্ম: ২৪ ফেব্রুয়ারি ১৯৫৪) ভারতের মহারাষ্ট্রের একজন শিবসেনা রাজনীতিবিদ। তিনি ভান্দুপ পশ্চিম কেন্দ্রের প্রতিনিধিত্বকারী মহারাষ্ট্র বিধানসভার সদস্য ছিলেন।

১৯৯১ সালের অক্টোবরে, একটি নির্ধারিত ভারত-পাকিস্তান টেস্ট ক্রিকেট ম্যাচ বন্ধ করার জন্য, শিন্দে, শিবসেনার কয়েকজন দলীয় কর্মী সহ, ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ ভাঙচুর করেছিলেন। খনন এবং ইঞ্জিন তেল ঢালার কারনে পিচ খেলার জন্য অকেজো হয়ে গিয়েছিল এবং সিরিজটি বাতিলের দিকে পরিচালিত হয়েছিল। [১]

তথ্যসূত্র

  1. Swami, Parveen (জানুয়ারি ১৬–২৯, ১৯৯৯)। "Spreading its wings"Vol. 16 :: No. 02Frontline। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৩ 

বহিঃসংযোগ