শ্রীমুখী

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
শ্রীমুখী
Sreemukhi at ETV Sarada Sankranthi Special Event.png
জন্ম
শ্রীমুখী রাঠোর

(1993-05-10) ১০ মে ১৯৯৩ (বয়স ৩০)
জাতীয়তাভারতীয়
পেশা
কর্মজীবন২০১২ - বর্তমান

শ্রীমুখী (জন্ম: ১০ মে, ১৯৯৩) একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী, যিনি ধারাবাহিক আধূরস-এ ভূমিকা'র জন্য পরিচিত।[১] তিনি ২০১২ সালের জুলাই ছবিতে সহ-অভিনেত্রী হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন। তিনি প্রেমা ইশক কধল চলচ্চিত্রের মাধ্যমে মূখ্য অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন।[২]

কর্মজীবন

চলচ্চিত্রে অভিষেকের আগে[৩] শ্রীমুখী টেলিভিশন অনুষ্ঠান আধূরস এবং প্রতিযোগিতামূলক সঙ্গীতানুষ্ঠান সুপার সিঙ্গার ৯ আয়োজনে উপস্থাপনার ভূমিকা পালন করে তার কর্মজীবন শুরু করেছিলন।[৪][৫] শ্রীমুখী জুলাই ছবিতে রাজি চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন, যেখানে তিনি আল্লু অর্জুনের বোনের ভূমিকা পালন করেছিলেন। পবন সাদিনীেনি পরিচালিত প্রেমা ইশক কাধাল চলচ্চিত্রটির মাধ্যমে তিনি মূখ্য ভূমিকায় প্রথম আত্মপ্রকাশ করেছিলেন। পরের বছর তিনি লাইফ ইজ বিউটিফুল-এ ছোট একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন এবং ধনলক্ষ্মী তালুপু তাদিথে এবং সাবিত্রী-তে মূখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। এছাড়া এট্টুথিকুম মাধায়নাই ছবিটি দিয়ে তিনি তামিল চলচ্চিত্রেও অভিষেক করেন।[৬] শ্রীমুখী কন্নড় চলচ্চিত্রেও অভিষেক করেছিলান চন্দ্রিকা-তে অভিনয় করে, যেটি একটি দ্বি-ভাষী চলচ্চিত্র ছিল।

চলচ্চিত্রের তালিকা

বছর চলচ্চিত্র ভূমিকা ভাষা মন্তব্য
২০১২ জুলাই রাজি তেলুগু তেলুগু চলচ্চিত্রে অভিষেক
লাইফ ইজ বিউটিফুল সোনিয়া বিশেষ উপস্থিতি
২০১৩ প্রেমা ইশক কাধাল শান্তি মূখ্য ভূমিকায় প্রথম চলচ্চিত্র
২০১৫ এট্টুথিকুম মাধায়নাই সারাহ তামিল তামিল চলচ্চিত্রে অভিষেক
চন্দ্রিকা শিল্পা তেলুগু,
কন্নড়
তেলুগু এবং কন্নড় উভয় ভাষায় মুক্তিপ্রাপ্ত
ধনলক্ষ্মী তালুপু তাদিথে চিত্রা তেলুগু
অন্ধ্র পোরি স্বপ্না
২০১৬ নেনু সাইলাজা স্বেচা
সাবিত্রী বেবী
জেন্টলম্যান নিত্যা
মানালো ওক্কাদু
২০১৭ বাবু বাগা বিজি

টেলিভিশন

বছর প্রদর্শনী চ্যানেল ভাষা ভূমিকা মন্তব্য
২০১৩ আধূরস ইটিভি তেলুগু তেলুগু আমন্ত্রয়িরা
আধূরস ২ আমন্ত্রয়িরা
২০১৪ মানি মানি মা টিভি আমন্ত্রয়িরা
২০১৫ সুপার মম জি তেলুগু আমন্ত্রয়িরা
পাতাস ইটিভি প্লাস আমন্ত্রয়িরা
২০১৬ সুপার সিরিয়াল চ্যাম্পিয়নশিপ জি তেলুগু আমন্ত্রয়িরা
ভালে চান্স লে মা টিভি আমন্ত্রয়িরা
২০১৭ সুপার সিঙ্গার ৯ আমন্ত্রয়িরা
২০১৮ জুলাকাতাকা জেমিনাই টিভি আমন্ত্রয়িরা
জুলাকাতাকা ডাবল ডোজ আমন্ত্রয়িরা
কমেডি নাইটস জি তেলুগু আমন্ত্রয়িরা
জি সারেগমাপা আমন্ত্রয়িরা
২০১৯ বিগ বস তেলুগু ৩ স্টার মা প্রতিযোগী রানার আপ
স্টার্ট মিউজিক রিলোডেড আমন্ত্রয়িরা
২০২০ সেলিব্রিটি কাবাডি লীগ জেমিনাই টিভি আমন্ত্রয়িরা

তথ্যসূত্র

  1. Kumar, Hemanth (১৭ সেপ্টেম্বর ২০১৪)। "Telly shows are more fun than films: Sree Mukhi"The Times of India। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৬ 
  2. Dundoo, Sangeetha Devi (৭ ডিসেম্বর ২০১৩)। "Prema Ishq Kadhal: Love, sex and dhoka"The Hindu। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৬ 
  3. "Sree Mukhi talks about her debut on TV"The Times of India। ২৩ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৫ 
  4. "Sree Mukhi talks about her debut on TV"The Times of India। ২৩ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৭ 
  5. "Sreemukhi trendy outfits at Super Singer 9"The Times of India। ১৪ অক্টোবর ২০১৫। 
  6. "Sree Mukhi turns classical dancer"The Times of India। ১৩ মার্চ ২০১৪। 

বহিঃসংযোগ

Commons-logo.svg উইকিমিডিয়া কমন্সে শ্রীমুখী সম্পর্কিত মিডিয়া দেখুন।