সন্তোষ ট্রফি

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
সন্তোষ ট্রফি
সিনিয়র পুরুষ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ
চিত্র:সন্তোষ ট্রফির লোগো.png
প্রতিষ্ঠিত১৯৪১; ৮৩ বছর আগে (1941)
অঞ্চল ভারত
দলের সংখ্যা৩১
বর্তমান চ্যাম্পিয়নকেরালা (৭ম শিরোপা)
সবচেয়ে সফল ক্লাবপশ্চিমবঙ্গ (৩২টি শিরোপা)
টেলিভিশন সম্প্রচারকস্পোর্টসকাস্ট ইন্ডিয়া
সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (ফেসবুক সম্প্রচার)
ওয়েবসাইটHero Senior NFC
২০২১–২২ সন্তোষ ট্রফি

সন্তোষ ট্রফি বা সিনিয়র পুরুষ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ[১] হল ভারতের ফুটবল প্রতিযোগিতা যা রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে খেলা হয়ে থাকে। এটির আয়োজক ও পরিচালক সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ১৯৯৬ পর্যন্ত এটি ছিল ভারতের সর্বোচ্চ ফুটবল লিগ। প্রাথমিক পর্ব থেকে বাছাইয়ের পর অন্তিম পর্ব অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে বিজয়ী নির্ধারিত হয়।

সন্তোষের মন্মথনাথ রায়চৌধুরী, ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশন-এর (আইএফএ) প্রাক্তন প্রেসিডেন্টের নামাঙ্কিত এই প্রতিযোগিতাটি। ট্রফিটির নাম কমলা গুপ্ত ট্রফি। প্রথম ও দ্বিতীয় পুরস্কার আইএফএ কর্তৃক দান করা হয়েছিল আর তৃতীয় পুরস্কার দান করেছিল কর্ণাটক রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশন (মহীশূর)।

বর্তমান দল

দলগুলি অন্তত একবার অংশ নিয়েছে।

  1. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
  2. অন্ধ্রপ্রদেশ
  3. অরুণাচল প্রদেশ
  4. আসাম
  5. বিহার
  6. চন্ডীগড়
  7. ছত্তিশগড়
  8. দমন ও দিউ
  9. দাদরা ও নগর হাভেলি
  10. দিল্লি
  11. গোয়া
  12. গুজরাট
  13. হরিয়ানা
  14. হিমাচল প্রদেশ
  15. জম্মু ও কাশ্মীর
  16. ঝাড়খন্ড
  17. কর্ণাটক
  18. কেরালা
  19. লাক্ষাদ্বীপ
  20. মধ্যপ্রদেশ
  21. মহারাষ্ট্র
  22. মণিপুর
  23. মেঘালয়
  24. মিজোরাম
  25. পুদুচেরি
  26. ওড়িশা
  27. পশ্চিমবঙ্গ
  28. রাজস্থান
  29. পাঞ্জাব
  30. সিকিম
  31. ত্রিপুরা
  32. তামিলনাড়ু
  33. উত্তরপ্রদেশ
  34. উত্তরাখন্ড
  35. তেলেঙ্গানা
  36. ভারতীয় রেলওয়ে
  37. সার্ভিসেস

ফলাফল

ফাইনাল[২]

মরসুম আয়োজক চ্যাম্পিয়ন ফলাফল রানার্স-আপ
১৯৪১–৪২ কলকাতা বাংলা ৫–১ দিল্লি
১৯৪৪–৪৫ দিল্লি দিল্লি ২–০ বাংলা
১৯৪৫–৪৬ বম্বে বাংলা ২–০ বম্বে
১৯৪৬–৪৭ ব্যাঙ্গালোর মহীশূর ০–০, ২–১ বাংলা
১৯৪৭–৪৮ কলকাতা বাংলা ০–০, ১–০ বম্বে
১৯৪৯–৫০ কলকাতা বাংলা ৫–০ হায়দ্রাবাদ
১৯৫০–৫১ কলকাতা বাংলা ১–০ হায়দ্রাবাদ
১৯৫১–৫২ বম্বে বাংলা ১–০ বম্বে
১৯৫২–৫৩ ব্যাঙ্গালোর মহীশূর ১–০ বাংলা
১৯৫৩–৫৪ কলকাতা বাংলা ০–০, ৩–১ মহীশূর
১৯৫৪–৫৫ মাদ্রাজ বম্বে ২–১ সার্ভিসেস
১৯৫৫–৫৬ এর্নাকুলম বাংলা ১–০ মহীশূর
১৯৫৬–৫৭ ত্রিবান্দ্রম হায়দ্রাবাদ ১–১, ৪–১ বম্বে
১৯৫৭–৫৮ হায়দ্রাবাদ হায়দ্রাবাদ ৩–১ বম্বে
১৯৫৮–৫৯ মাদ্রাজ বাংলা ১–০ সার্ভিসেস
১৯৫৯–৬০ নগাঁও বাংলা ৩–১ বম্বে
১৯৬০–৬১ কোঝিকোড় সার্ভিসেস ০–০, ১–০ বাংলা
১৯৬১–৬২ বম্বে রেলওয়ে ৩–০ বম্বে
১৯৬২–৬৩ ব্যাঙ্গালোর বাংলা ২–০ মহীশূর
১৯৬৩–৬৪ মাদ্রাজ মহারাষ্ট্র ১–০ অন্ধ্রপ্রদেশ
১৯৬৪–৬৫ গুয়াহাটি রেলওয়ে ২–১ বাংলা
১৯৬৫–৬৬ কোল্লাম অন্ধ্রপ্রদেশ ১–১, ১–০ বাংলা
১৯৬৬–৬৭ হায়দ্রাবাদ রেলওয়ে ০–০, ২–০ সার্ভিসেস
১৯৬৭–৬৮ কটক মহীশূর ১–০ বাংলা
১৯৬৮–৬৯ ব্যাঙ্গালোর মহীশূর ০–০, ১–০ বাংলা
১৯৬৯–৭০ নগাঁও বাংলা ৬–১ সার্ভিসেস
১৯৭০–৭১ জলন্ধর পাঞ্জাব ১–১, ৩–১ মহীশূর
১৯৭১–৭২ মাদ্রাজ বাংলা ৪–১ রেলওয়ে
১৯৭২–৭৩ গোয়া বাংলা ৪–১ তামিলনাড়ু
১৯৭৩–৭৪ এর্নাকুলম কেরালা ৩–২ রেলওয়ে
১৯৭৪–৭৫ জলন্ধর পাঞ্জাব ৬–০ বাংলা
১৯৭৫–৭৬ কোঝিকোড় বাংলা ০–০, ৩–১ কর্ণাটক
১৯৭৬–৭৭ পাটনা বাংলা ১–০ মহারাষ্ট্র
১৯৭৭–৭৮ কলকাতা বাংলা ১–১, ৩–১ পাঞ্জাব
১৯৭৮–৭৯ শ্রীনগর বাংলা ১–০ গোয়া
১৯৭৯–৮০ কোয়েম্বাটুর বাংলা ১–০ পাঞ্জাব
১৯৮০–৮১ কটক পাঞ্জাব ০–০, ২–০ রেলওয়ে
১৯৮১–৮২ ত্রিশূর বাংলা ২–০ রেলওয়ে
১৯৮২–৮৩ কলকাতা বাংলাগোয়া ০–০, ০–০ ড্রয়ের পর শিরোপা ভাগ করে নেয়
১৯৮৩–৮৪ মাদ্রাজ গোয়া ১–০ পাঞ্জাব
১৯৮৪–৮৫ কানপুর পাঞ্জাব ৩–০ মহারাষ্ট্র
১৯৮৫–৮৬ জব্বলপুর পাঞ্জাব ০–০ (৪–১ পেনাল্টি) বাংলা
১৯৮৬–৮৭ কলকাতা বাংলা ২–১ রেলওয়ে
১৯৮৭–৮৮ কোল্লাম পাঞ্জাব ০–০ (৫–৪ পেনাল্টি) কেরালা
১৯৮৮–৮৯ গুয়াহাটি বাংলা ১–১ (৪–৩ পেনাল্টি) কেরালা
১৯৮৯–৯০ মারগাও গোয়া ২–০ কেরালা
১৯৯০–৯১ পালাক্কাড় মহারাষ্ট্র ১–০ কেরালা
১৯৯১–৯২ কোয়েম্বাটুর কেরালা ৩–০ গোয়া
১৯৯২–৯৩ কোচি কেরালা ২–০ মহারাষ্ট্র
১৯৯৩–৯৪ কটক বাংলা ২–২ (৫–৩ পেনাল্টি) কেরালা
১৯৯৪–৯৫ চেন্নাই বাংলা ২–১ (a.s.d.e.t.) পাঞ্জাব
১৯৯৫–৯৬ মারগাও বাংলা ১–০ গোয়া
১৯৯৬–৯৭ জব্বলপুর বাংলা ১–০ (a.s.d.e.t.) গোয়া
১৯৯৭–৯৮ গুয়াহাটি বাংলা ৫–১ গোয়া
১৯৯৮–৯৯ চেন্নাই বাংলা ১–০ গোয়া
১৯৯৯–০০ ত্রিশূর মহারাষ্ট্র ৩–২ কেরালা
২০০১–০২ মুম্বই কেরালা ৩–২ (a.s.d.e.t.) গোয়া
২০০২–০৩ ইম্ফল মণিপুর ২–১ (a.s.d.e.t.) কেরালা
২০০৪–০৫ দিল্লি কেরালা ৩–২ পাঞ্জাব
২০০৫–০৬ কোচি গোয়া ৩–১ (অ.স.প.) মহারাষ্ট্র
২০০৬–০৭ গুরগাঁও পাঞ্জাব ০–০ (অ.স.প.) (৫–৩ পেনাল্টি) পশ্চিমবঙ্গ
২০০৭–০৮ শ্রীনগর পাঞ্জাব ১–০ সার্ভিসেস
২০০৮–০৯ চেন্নাই গোয়া ০–০ (অ.স.প.) (৪–২ পেনাল্টি) বাংলা
২০০৯–১০ কলকাতা পশ্চিমবঙ্গ ২–১ পাঞ্জাব
২০১০–১১ আসাম পশ্চিমবঙ্গ ২–১ মণিপুর
২০১১–১২ ওড়িশা সার্ভিসেস ৩–২ তামিলনাড়ু
২০১২–১৩ কোচি সার্ভিসেস ০–০ (অ.স.প.) (৪–৩ পেনাল্টি) কেরালা
২০১৩–১৪ শিলিগুড়ি মিজোরাম ৩–০ রেলওয়ে
২০১৪–১৫ লুধিয়ানা সার্ভিসেস ০–০ (৫–৪ পেনাল্টি) পাঞ্জাব
২০১৫–১৬ নাগপুর সার্ভিসেস ২–১ মহারাষ্ট্র
২০১৬–১৭ গোয়া পশ্চিমবঙ্গ ১–০ গোয়া
২০১৭–১৮ কলকাতা কেরালা ২–২ (৪–২ পেনাল্টি) পশ্চিমবঙ্গ
২০১৮–১৯ লুধিয়ানা সার্ভিসেস ১–০ পাঞ্জাব
২০২১–২২ মালাপ্পুরম কেরালা ১–১ (৫–৪ পেনাল্টি) পশ্চিমবঙ্গ

পরিসংখ্যান

দল বিজয়ী রানার্স-আপ সর্বশেষ জয়
পশ্চিমবঙ্গ/বাংলা ৩২ ১৪ ২০১৬–১৭
পাঞ্জাব ২০০৭–০৮
কেরালা ২০২১–২২
সার্ভিসেস ২০১৮–১৯
গোয়া ২০০৮–০৯
কর্ণাটক/মহীশূর ১৯৬৮–৬৯
রেলওয়ে ১৯৬৬–৬৭
মহারাষ্ট্র/বম্বে ১২ ১৯৯৯–০০
অন্ধ্রপ্রদেশ/হায়দ্রাবাদ ১৯৬৫–৬৬
দিল্লি ১৯৪৪–৪৫
মণিপুর ২০০২–০৩
মিজোরাম ২০১৩–১৪
তামিলনাড়ু -

রেকর্ড

প্রতিযোগিতার সর্বাধিক গোল ইন্দের সিং (পাঞ্জাব) (৪৫টি গোল)[৩]
একক প্রতিযোগিতায় সর্বাধিক গোল ইন্দের সিং (পাঞ্জাব) (২৩ গোল – ১৯৭৪/৭৫)[৩]
একটি ম্যাচে সর্বাধিক গোল ফ্রেড পাগস্লে (বাংলা) বনাম রাজপুতানা (৭ গোল)
ইন্দের সিং (পাঞ্জাব) বনাম গুজরাট (৭ গোল)[৩][৪]

তথ্যসূত্র

  1. "Hero Senior NFC"www.the-aiff.com। সংগ্রহের তারিখ ২০২১-১২-০৫ 
  2. "Santosh Trophy Winners"RSSSF 
  3. ৩.০ ৩.১ ৩.২ "From the History Book"The All India Football Federation। ২৭ মে ২০১২। ২১ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৬ 
  4. "Memorable moments in the Santosh Trophy"Sportskeeda.com। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২১