সর্বদমন ডি ব্যানার্জী

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
সর্বদমন ডি. ব্যানার্জী
জন্ম (1965-03-14) ১৪ মার্চ ১৯৬৫ (বয়স ৫৯)
পেশাঅভিনেতা

সর্বদমন ডি. ব্যানার্জী (सर्वदमन D. बैनरजी) হলেন একজন ভারতীয় অভিনেতা, হিন্দি চলচ্চিত্র, বাংলা চলচ্চিত্র এবং তেলুগু চলচ্চিত্রে অবদানের জন্য যিনি পরিচিত হন।[১] রামানন্দ সাগর নামে একটি বিখ্যাত টেলিভিশন সিরিজে কৃষ্ণ (১৯৯৩) চরিত্রটি তাকে অধিক পরিচিতি ও জনপ্রিয় করে তোলে। তিনি আরো অনেক ছবিতে নাম ভূমিকায় করেন যেমন আদি শংকরাচারিয়া (১৯৮৩), যা জাতীয় চলচ্চিত্র পুরস্কার - সেরা ফিচার ছবি অর্জন করে, এবংস্বামী বিবেকানন্দ। ১৯৮৬ সালের ছবি সিরিভেন্নেলাতে তিনি একটি অন্ধ বাঁশি বাদকের ভূমিকা নেভান।[২]

ব্যক্তিগত জীবন

ব্যানার্জী জন্মেছিলেন ১৪ই মার্চ ১৯৬৫ সালে একটি সম্ভ্রান্ত বাঙ্গালি ব্রাহ্মণ পরিবারে, উত্তর প্রদেশের, উন্নাও-এর মগরওয়ারায়।তিনি কানপুরে সান্ট. আলোসিয়াস স্কুলে চলে যান, এবং পুনে ফিল্ম ইন্সটিটিউট থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। তিনি রিশিকেশ-এ ধ্যানযোগ শিক্ষা দিয়ে থাকেন।[১] সম্প্রতি উত্তরাখন্ডে তিনি একটি এনজিও সংস্থা পাঙ্ক (NGO PANKH)-কে সহায়তা করে যাচ্ছেন, যেটির কাজ হলো ২০০ জন শিশুকে বিনামূল্যে শিক্ষা প্রদান এবং 200 Slum Children and Livelihood Skills to 50 underprivileged women of Uttarakhand.

চলচ্চিত্রতালিকা

চলচ্চিত্র

বছর ছবি ভূমিকায়
২০১৬ এম.এস. ধোনি: দ্য আন্টোল্ড স্টোরি
২০০৪ Paio Maro Bhagwan
১৯৯৯ Swami Vivekananda
১৯৯১ Madhavatyana
১৯৮৭ O Prema Katha
1987 Swayam Krushi
1986 Sirivennela
1985 Shri Datta Darshanam
1985 Vallabhacharya guru
1983 Adi Shankaracharya

টেলিভিশন

সাল সিরিজ চরিত্র
১৯৯৩ কৃষ্ণ (টিভি সিরিজ)
১৯৯৫ অর্জুনা
২০০১ জয় গঙ্গা মাইয়া
২০০৫ ওম নামহ্‌ শিভায়

তথ্যসূত্র

বহিঃসংযোগ