সুলক্ষণা নায়েক

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
সুলক্ষণা নায়েক
S-naik.jpg
লুয়া ত্রুটি মডিউল:Wikidata এর 798 নং লাইনে: attempt to index field 'wikibase' (a nil value)।
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামসুলক্ষণা নায়েক
জন্ম (1978-11-10) ১০ নভেম্বর ১৯৭৮ (বয়স ৪৫)
মুম্বাই, ভারত
ব্যাটিংয়ের ধরনডান-হাতি
ভূমিকাউইকেট-রক্ষক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
টেস্ট অভিষেক
(ক্যাপ )
১৪ আগস্ট ২০০২ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট২৯ আগস্ট ২০০৬ বনাম ইংল্যান্ড
ওডিআই অভিষেক
(ক্যাপ ৩০)
১০ জুলাই ২০০২ বনাম ইংল্যান্ড
শেষ ওডিআই২১ মার্চ ২০০৯ বনাম অস্ট্রেলিয়া
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি২০
ম্যাচ সংখ্যা ৩১
রানের সংখ্যা ৬২ ৪৬৭ ৬৯
ব্যাটিং গড় ২০.৬৬ ১৯.৪৫ ১১.৫০
১০০/৫০ ০/০ ০/১ ০/০
সর্বোচ্চ রান ২৫ ৭৯* ৩২
বল করেছে
উইকেট
বোলিং গড়
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং
ক্যাচ/স্ট্যাম্পিং ১/২ ১৬/১৮ ২/২
উৎস: ক্রিকইনফো, 22 June 2009

সুলক্ষণা নায়েক (জন্মঃ ১০ নভেম্বর ১৯৭৮ মুম্বাই) হলেন একজন ভারতীয় প্রমিলা ক্রিকেটার। একজন ডান-হাতি ব্যাটসম্যান এবং উইকেট-রক্ষক হিসেবে ভারতীয় জাতীয় নারী ক্রিকেট দলের খেলে থাকেন। নায়েক ভারতের মুম্বাই শহরে ১৯৭৮ সালে জন্মগ্রহণ করেন।

খেলোয়াড়ী জীবন

নায়েক ২০০২ সালের ১০ জুলাই ইংল্যান্ড দলের বিরুদ্ধে ওডিআই ম্যাচের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করেন। এরপর পরবর্তী মাসে একই দলের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে তার অভিষেক হয়। এখনও পর্যন্ত তিনি ২টি টেস্ট, ৪৬টি ওডিআই এবং ৩১টি টি২০ ম্যাচ খেলেছেন।[১][২]

তথ্যসূত্র

  1. "Player Profile: Sulakshana Naik"Cricinfo। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১০ 
  2. "Player Profile: Sulakshana Naik"CricketArchive। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১০