স্নেগিদিয়ে

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
স্নেগিদিয়ে
চিত্র:তামিল চলচ্চিত্র স্নেগিদিয়ে.jpg
ডিভিডি প্রচ্ছদ
পরিচালকপ্রিয়দর্শন
প্রযোজকমুকেশ আর মেহতা
রচয়িতাএন মহারাজা (সংলাপ)
চিত্রনাট্যকারপ্রিয়দর্শন
কাহিনিকারচন্দ্রকান্ত কুলকার্নী
শ্রেষ্ঠাংশেজ্যোতিকা
শ্রাবণী মুখার্জী
তাবু
ঈশিতা অরুণ
মানসী স্কট
সুরকারগান:
বিদ্যাসাগর
আবহ সঙ্গীত:
এসপি ভেঙ্কটেশ(সঙ্গীতরাজ হিসেবে কৃতিত্ব দেওয়া হয়েছিলো)
চিত্রগ্রাহকজীব
সম্পাদকএন গোপালকৃষ্ণ
প্রযোজনা
কোম্পানি
সূর্য সিনে আর্ট
মুক্তি২৪ নভেম্বর ২০০০; ২৩ বছর আগে (2000-11-24)
দৈর্ঘ্য১৫৪ মিনিট
দেশভারত
ভাষাতামিল

স্নেগিদিয়ে (তামিল: சிநேகிதியே; বাংলা: বান্ধবী) হচ্ছে ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত একটি তামিল চলচ্চিত্র। চলচ্চিত্রটি নারীকেন্দ্রিক এবং নারীবন্ধুদের নিয়ে ছিলো; অভিনয় করেছিলে জ্যোতিকা, শ্রাবণী মুখার্জী, তাবু, ঈশিতা অরুণ এবং মানসী স্কট। চলচ্চিত্রটি প্রিয়দর্শন পরিচালনা করেছিলেন এবং এটির কাহিনী ১৯৯৯ সালের মারাঠি চলচ্চিত্র বিন্দাস্ত থেকে কিছুটা অনুপ্রাণিত হয়েছিলো যেটির কাহিনী চন্দ্রকান্ত কুলকার্নী লিখেছিলেন। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছিলেন বিদ্যাসাগর। কোনো নায়ক ছাড়া এই চলচ্চিত্রটি তামিল বক্স অফিসে সাফল্য দেখাতে না পারলেও সময়ের বিবর্তনে আজ এই চলচ্চিত্রটিকে মানুষ ধনাত্মক দৃষ্টিতে দেখে। চলচ্চিত্রটি মূলত তামিল ভাষার হলেও এটি আগে একই সঙ্গে তামিল এবং মালয়ালম ভাষায় মুক্তি দেবার কথা ভাবা হয়েছিলো এবং বহু পরে ২০০৭ সালে কেরালা প্রদেশে মালয়ালম ভাষায় ডাবিং করে চলচ্চিত্রটি ভিন্ন নামে মুক্তি দেওয়া হয়েছিলো।[১][২][৩]

তথ্যসূত্র

বহিঃসংযোগ