হিমানশী খুরানা

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
হিমানশী খুরানা
ਹਿਮਾਨਸ਼ੀ ਖੁਰਾਨਾ
Himanshi Khurana.jpg
কালো পোশাকে হিমানশি খুরানা
জন্ম
হিমানশী খুরানা

(1991-11-27) ২৭ নভেম্বর ১৯৯১ (বয়স ৩২)
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনবিসিএম সিনিয়র সেকেন্ডারি স্কুল
পেশাঅভিনেত্রী, মডেল, গায়িকা
কর্মজীবন২০১০–বর্তমান
আদি নিবাসলুধিয়ানা, পাঞ্জাব
উচ্চতা১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি)
পিতা-মাতা
  • কুলদীপ খুরানা (পিতা)
  • সুমীত খুরানা (মাতা)
পরিবারহিতেশ খুরানা (ভাই)
অপ্রম দীপ (ভাই)
পুরস্কারনিচে দেখুন
ওয়েবসাইটthehimanshikhurana.com

হিমানশী খুরানা (পাঞ্জাবি: ਹਿਮਾਨਸ਼ੀ ਖੁਰਾਨਾ; জন্ম: ২৭ নভেম্বর ১৯৯১) হলেন ভারতীয় মডেল এবং পাঞ্জাবের কিরতপুর সাহিবের অভিনেত্রী।[১] তিনি ২০১৩ সালে পাঞ্জাবি চলচ্চিত্র সাড্ডা হকে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন। ২০১৯ সালে, তিনি কালারসে প্রচারিত জনপ্রিয় রিয়্যালিটি অনুষ্ঠান বিগ বসের ১৩তম আসরে প্রতিযোগিতা করেছেন।[২]

প্রারম্ভিক জীবন

হিমানশী পাঞ্জাবের কিরতপুর সাহিবে তার বাল্যকাল অতিবাহিত করেছেন।[১] তিনি তার মা, সুমীত খুরানাকে তার জীবনের সবচেয়ে বড় প্রেরণা বলে মনে করেন।[৩]

পেশা

হিমানশী মাত্র ১৬ বছর বয়সে মিস লুধিয়ানা জয়লাভের মাধ্যমে তার মডেলিং জীবন শুরু করেছিলেন। তিনি ২০১০ সালে, মিস পিটিসি পাঞ্জাবির চূড়ান্ত প্রতিযোগীদের মধ্যে অন্যতম ছিলেন। একই বছরে, তিনি চণ্ডীগড়ে আয়োজিত "মিস নর্থ জোন" প্রতিযোগিতা জয়লাভ করেছেন।[৩]

২০১০ সালে, তিনি পাঞ্জাবী এমসি ও কুলদীপ মানকের গান "জড়ি- বিগ ডে পার্টি"র মধ্য দিয়ে পাঞ্জাবী সঙ্গীত শিল্পে আত্মপ্রকাশ করেছিলেন। পরবর্তীতে, ২০১২ সালে তিনি ফিরোজ খান এবং হরজতের "ফাসলি বাতেরে"-এর সঙ্গীত ভিডিওতে অভিনয় করেছিলেন। ২০১৩ সালে হিমানশী হার্ডি সাধুঁর "সোচ" এবং জনপ্রিয় চলচ্চিত্র সাড্ডা হকে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও তিনি জেসি গিল, বাদশাহ, জে স্টার, নিনজা, মঙ্কির্ত আওলাখের মতো গায়কদের সাথে কাজ করার ফলে ২০১৫ সালটি হিমানশীর জন্য একটি সফল বছর হিসেবে বিবেচিত হয়। ২০১৬ সালের মার্চ মাসে, তিনি মিউজিকাল ডক্টরজের "সুখ-ই" গানে উপস্থিত হয়েছিলেন। ২০১৮ সালে, হিমানশী "হাই স্ট্যান্ডার্ড" গানের মাধ্যমে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন।

হিমানশী পাঞ্জাবি চলচ্চিত্রে অভিনেত্রী হিসেবে পাঞ্জাবি চলচ্চিত্র সাড্ডা হকে সর্বপ্রথম অভিনয় করেন; যা তাকে খ্যাতি অর্জনে সহায়তা করেছিল।[১] পরবর্তীতে, ২০১২ সালে "জীত লেঙ্গে জাহান" চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেন। অতঃপর তিনি পাঞ্জাবি চলচ্চিত্র "লেদার লাইফ"-এ মুখ্য ভূমিকায় অভিনয় করেন; উক্ত চলচ্চিত্রে আমান ধালিওয়াল প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করেছেন।[৪] ২০১৫ সালে, পাঞ্জাবি ভাষার চলচ্চিত্র ২ বল-এ হিমানশী প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন।[১] তিনি দক্ষিণ ভারতের ৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন; যার মধ্যে ২টি কন্নড়, ২টি তামিল, ১টি তেলুগু এবং ১টি মালায়ালম।[৩]

২০১৯ সালের নভেম্বর মাসে, হিমানশী কালারসে সম্প্রচারিত জনপ্রিয় রিয়্যালিটি অনুষ্ঠান বিস বসের ১৩তম আসরে একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন।[৫]

অভিনয়ের তালিকা

চলচ্চিত্র

সাল চলচ্চিত্র চরিত্র উল্লেখ
২০১২ জীত জাগেঙ্গে জাহান [৬]
২০১৩ সাড্ডা হক সুখপ্রীত
২০১৫ লেদার লাইফ সিফফাত
২ বল [৭]
২০১৮ আফসার "উধার চালদা" গানে বিশেষ উপস্থিতি

টেলিভিশন

সাল অনুষ্ঠান চরিত্র চ্যানেল নোট
২০১৯ বিগ বস ১৩ স্বভূমিকা কালারস প্রতিযোগী, ৩৫ দিনে প্রবেশ

সঙ্গীত ভিডিও

সাল গান গায়ক(গণ) উল্লেখ
২০১০ জড়ি - বিগ ডে পার্টি কুলদীপ মনক, পাঞ্জাবি এমসি
২০১২ সুপ্না মান্না ধিলো
ফাসলি বাতেরে ফিরোজ খান
ইজহার হরজত
নায়না দে বুহে লখবিন্দর ওয়াদালি
২০১৩ সোচ হার্ডি সাধুঁ
২০১৪ ব্যাক টু ভাংরা রোশন প্রিন্স, শচীন আহুজা [৮]
ইনসোমনিয়া সিপি গিল
২০১৫ লাদেন জাসি গিল
না না না জে-স্টার
থকড়া রেহা নিনজা
বিঙ্গো ম্যাড এঙ্গেলস সং বাদশাহ, এ-কে, মনিন্দর বুত্তার
গো বেবি গো রনি
গাল জাট্টাঁ ওয়ালি নিনজা
গাবরু ২ জে-স্টার
চারদা সিয়াল মনকৃত অলাখ
সুরমা হরজত
২০১৬ গাল্লা মিঠিয়াঁ মনকৃত অলাখ
সেড সং সুখে
বি মাইন অমর সজলপুরিয়া
জেঠা পুত গোল্ডি দেশি ক্রু
তেরি কল হরসিমরন
ব্রেক ফেইল হরনব ব্রার, সুখ-ই
ভাবী মেজর
২০১৭ আথরা শুভ নিনজা
মন ভর‍্যা বি প্রাক
সাডে মুন্ডে দা ভিয়াহ দিলপ্রীত ধিলোঁ, গোল্ডি
পালাজো কুলবিন্দর বিল্লা, শিবজোত
দূর কানওয়ার চাহাল
ব্ল্যাক এন ওয়াইট গুরনজর
পেদ দি ওয়াশনা অমৃত মান
২০১৮ আজ ভি চাউনি আ নিনজা
হাই স্ট্যান্ডার্ড হিমানশী খুরানা
হ্যান্ডসাম জাট্টা জর্ডান সাধুঁ
দিগড়ে আথরু জসকরণ রিয়ার
কলার বোন অমৃত মান
উধার চালদা গুরনাম ভুল্লার, নিমরত খায়রা
২০১৯ আই লাইক ইট হিমানশী খুরানা
গাব্রু নু তারসেঙ্গী জর্ডান সাধুঁ
ব্লাডলাইন সিপি গিল

পুরস্কার ও সম্মাননা

সাল পুরস্কার সংগঠক উল্লেখ
২০০৯ মিস লুধিয়ানা নৃত্য একাডেমী [৩]
২০১০ মিস নর্থ জোন চণ্ডীগড় [৩]

তথ্যসূত্র

  1. ১.০ ১.১ ১.২ ১.৩ TNN (১২ জানুয়ারি ২০১৭)। ""2 BOL" to feature Himanshi Khurana as the female lead"The Times of India। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. "Bigg Boss 13 wild card entrant Himanshi Khurana's THESE facts will surprise you" 
  3. ৩.০ ৩.১ ৩.২ ৩.৩ ৩.৪ Majeed, Shariq (২৯ জানুয়ারি ২০১২)। "Bollywood dream keeps Himanshi busy"The Times of India। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৯ 
  4. "Leather Life"British Board of Film Classification। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৫ 
  5. "Himanshi Khurana: Shehnaz has body shamed me and abused my family, but I will not bring that up in the house" 
  6. "Jeet Lengey Jahaan 2012 Movie News, Wallpapers, Songs & Videos"Bollywood Hungama। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৫ 
  7. "2 Bol Movie"Sikh Siyasat। ৩ সেপ্টেম্বর ২০১৫। ৭ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৫ 
  8. "Sachin Ahuja: Indian Punjabi singers promoting brands in their songs is so funny"Times of India। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৫ 

বহিঃসংযোগ

Commons-logo.svg উইকিমিডিয়া কমন্সে হিমানশী খুরানা সম্পর্কিত মিডিয়া দেখুন।

লুয়া ত্রুটি মডিউল:কর্তৃপক্ষ_নিয়ন এর 348 নং লাইনে: attempt to index field 'wikibase' (a nil value)।