আজাদ আবুল কালাম

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
আজাদ আবুল কালাম
জন্ম (1966-10-26) ২৬ অক্টোবর ১৯৬৬ (বয়স ৫৭)
জাতীয়তাবাংলাদেশী
পেশাঅভিনেতা, নাট্যকার
কর্মজীবন১৯৯৫-বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
কিত্তনখোলা
সবুজ ভেলভেট
পুরস্কারমেরিল-প্রথম আলো পুরস্কার

আজাদ আবুল কালাম (২৬ অক্টোবর, ১৯৬৬)[১] একজন বাংলাদেশী অভিনেতা ও নাট্যকার।[২] মঞ্চ নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়। পরে তিনি টেলিভিশন নাটক ও চলচ্চিত্রেও অভিনয় করেন। তার অভিনীত চলচ্চিত্রসমূহ হল কিত্তনখোলা, ফুলকুমার, লালন, খণ্ডগল্প ৭১, বৃহন্নলা, কৃষ্ণপক্ষ। অভিনয়ের পাশাপাশি তিনি নাট্য নির্মাণের সাথেও জড়িত। ২০১৩ সালে তিনি সবুজ ভেলভেট নাটকের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার-এ সমালোচক বিভাগে সেরা নাট্যকারের পুরস্কার লাভ করেন।

কর্মজীবন

মঞ্চ ও টেলিভিশন নাটক: ১৯৮৫-২০০০

আজাদ আবুল কালাম "আরণ্যক" নাট্যগোষ্ঠীর সাথে অক্টোবর ১৯৮৫ সাল থেকে দীর্ঘ ১২ বছর সম্পৃক্ত ছিলেন।[৩] তার মঞ্চ নাটকে অভিষেক হয় আবদুল্লাহ হেল মাহমুদের নির্দেশনায় নানকের পালা নাটক দিয়ে।[৪]

১৯৯৫ সালে আজাদ টেলিভিশন নাটকে প্রথম অভিনয় করেন মামুনুর রশীদ নির্দেশিত বিশ্বাস নাটকে। ১৯৯৭ সালে তিনি "প্রাচ্যনাট" নাট্যদল প্রতিষ্ঠা করেন।[৫][৬]

২০০০-এর দশক

২০০০ সালে কিত্তনখোলা দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়। যাত্রাদলের সদস্যদের জীবন সংগ্রাম নিয়ে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেন আবু সাইয়ীদ। পরের বছর তিনি আশিক মোস্তফা পরিচালিত ফুলকুমার চলচ্চিত্রে অভিনয় করেন। ২০০৪ সালে ফকির লালন সাঁইয়ের জীবনীভিত্তিক চলচ্চিত্র লালন এ লালনের যুবক বয়সের চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন তানভীর মোকাম্মেল

২০০৪ সালে তিনি ঢাকা নাট্য উৎসবের জন্য উদিচী নাট্যগোষ্ঠী থেকে বউ বাসন্তি মঞ্চ নাটক নির্দেশনা করেন। এছাড়া বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিত বাবরনামা নাটকের অন্যতম নির্দেশক।[৭]

২০০৯ সালে তিনি দ্বৈত জীবন নাটকে অভিনয় করেন। এই নাটকে অভিনয়ের জন্য তিনি ১২তম মেরিল-প্রথম আলো পুরস্কার এ সমালোচক শাখায় সেরা নাট্য অভিনেতা হিসেবে মনোনয়ন লাভ করেন।

২০১০-এর দশক

২০১১ সালে তিনি বাহাত্তর ঘণ্টা এবং মুক্তিযুদ্ধভিত্তিক তিনটি চলচ্চিত্র মেহেরজান, খণ্ডগল্প ৭১গেরিলা এ অভিনয় করেন। ২০১২ সালে তিনি সবুজ ভেলভেট নাটকে অভিনয় করেন। এই নাটকের জন্য তিনি সমালোচক শাখায় সেরা নাট্যকার বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন এবং সেরা নাট্য অভিনেতার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০১৩ সালে তিনি অনিশ্চিত যাত্রা চলচ্চিত্রে অভিনয় করেন।

২০১৪ সালে মুরাদ পারভেজ পরিচালিত বৃহন্নলা চলচ্চিত্রে একজন হোমিওপ্যাথিক ডাক্তার আরজ আলীর চরিত্রে অভিনয় করেন। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার এ সমালোচক শাখায় সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে মনোনীত হন। এ বছর তিনি আদনান তাবাসসুম সৌরভ নির্দেশিত রুদ্ধদ্বার কবি নাটকে কবি ফেরদৌস শাহরিয়ার চরিত্রে[৮] এবং নাট্যকার সেতু আরিফের নির্দেশনায় দূরবীন দূরত্ব সময় নাটকে অভিনয় করেন। এছাড়া বাংলাভিশনে প্রচারিত নিয়াজ মাহবুবের নির্দেশনায় কালো মখমল, তার নিজের পরিচালনায় মাছরাঙ্গা টেলিভিশনে প্রচারিত ক্ষণিকালয় ও বিটিভিতে প্রচারিত বনফুলের গান এবং এনটিভিতে প্রচারিত এজাজ মুন্নার যোগাযোগ গোলযোগ ধারাবাহিক নাটকে কাজ করেন।[৯] এছাড়া দিলারা হাশেম রচিত গল্প অবলম্বনে এজাজ মুন্নার নির্দেশিত সিগমার টেলিফোন সংলাপ নাটকে অভিনয় করেন। এই নাটকে দীর্ঘ সাত বছর পর তিনি তারিন আহমেদপার্থ বড়ুয়ার সাথে কাজ করেন।[১০]

২০১৫ সালে বিজয় দিবসের বিশেষ নাটক বায়োস্কোপ এ একজন বায়োস্কোপওয়ালা চরিত্রে অভিনয় করেন। এই নাটকে তার বিপরীতে অভিনয় করেন রিচি সোলায়মান। নাটকটি ২৩ ডিসেম্বর গাজী টিভিতে প্রচারিত হয়।[১১] এই বছর তার রচিত ও নির্দেশিত মঞ্চ নাটক ট্র্যাজেডি পলাশবাড়ি নাটকটি কলকাতায় অনুষ্ঠিত ব্রাত্যজন আন্তর্জাতিক থিয়েটার উৎসবে মঞ্চস্থ হয়।[১২] ২০১৬ সালে চয়নিকা চৌধুরীর নির্দেশনায় একি সোনার আলোয় নাটকে অভিনয় করেন। এতে তার বিপরীতে অভিনয় করেন আফসানা মিমি। নাটকটি ঈদুল আযহায় গাজী টিভিতে প্রচারিত হয়।[১৩]

চলচ্চিত্রের তালিকা

বছর চলচ্চিত্রের শিরোনাম চরিত্র পরিচালক টীকা
২০০০ কিত্তনখোলা ছায়া রঞ্জন আবু সাইয়ীদ
২০০২ ফুলকুমার আবু আশিক মোস্তফা
২০০৪ লালন যুবক লালন তানভীর মোকাম্মেল
২০১১ মেহেরজান সুমন রুবাইয়াৎ হোসেন
বাহাত্তর ঘণ্টা ফারুক উদ্দিন মাকসুদ হোসেন
খণ্ডগল্প ৭১ সূর্য বদরুল আনাম সৌদ
গেরিলা তৈয়ব নাসির উদ্দীন ইউসুফ
২০১৩ অনিশ্চিত যাত্রা বেলাল আহমেদ
২০১৪ বৃহন্নলা ডঃ আরজ আলী মুরাদ পারভেজ মনোনীত: মেরিল-প্রথম আলো পুরস্কার - শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা (সমালোচক)
২০১৬ কৃষ্ণপক্ষ শফিক মেহের আফরোজ শাওন
২০১৭ খাঁচা আম্বুজাক্ষ আকরাম খান

পরিচালনা

  • অসুখের নাম ভালোবাসা (২০২১) [১৪]

পুরস্কার

মেরিল-প্রথম আলো পুরস্কার

বছর পুরস্কারের বিভাগ চলচ্চিত্র/নাটক ফলাফল
২০১০ সেরা টিভি অভিনেতা (সমালোচক) দ্বৈত জীবন মনোনীত
২০১৩ সেরা নাট্যকার সবুজ ভেলভেট বিজয়ী
সেরা টিভি অভিনেতা (সমালোচক) সবুজ ভেলভেট মনোনীত
২০১৫ সেরা চলচ্চিত্র অভিনেতা (সমালোচক) বৃহন্নলা মনোনীত

তথ্যসূত্র

  1. Alom, Zahangir (অক্টোবর ২৬, ২০১৬)। "Azad Abul Kalam scores half century today"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৭ 
  2. "Actors are like missionaries … Azad Abul Kalam"দ্য ডেইলি স্টার। জানুয়ারি ৩০, ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৭ 
  3. Aslam Aronnho (২০১৬-১০-২৮)। "Azad Abul Kalam's Birth day Celebrated"ডেইলি সান। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৭ 
  4. Ershad Kamol (এপ্রিল ২৪, ২০০৪)। "Azad Abul Kalam: a commanding presence in theatre"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৭ 
  5. "Prachyanat: An Introduction"। prachyanat.org। ফেব্রুয়ারি ৬, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০১৬ 
  6. Saurav Dey (জুলাই ৪, ২০১৪)। "Through the eyes of Azad Abul Kalam"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৭ 
  7. Ershad Kamol (জুলাই ২২, ২০০৪)। "His directorial venture takes him to foreign lands"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৭ 
  8. "আজাদ আবুল কালামের 'রুদ্ধদ্বার কাব্য'"দৈনিক প্রথম আলো। ৫ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৭ 
  9. "Aparna-Azad Abul Kalam-Orsha first time together"দ্য ডেইলি নিউ ন্যাশন। ৪ মে ২০১৪। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৭ 
  10. "Partho-Tarin-Azad Abul Kalam together after seven years"দ্য ডেইলি নিউ ন্যাশন। ৩০ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৭ 
  11. "Azad Abdul Kalam pairs up with Richi for bioscope"দ্য ডেইলি স্টার। ডিসেম্বর ৯, ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৭ 
  12. "Tragedy Polashbari traveling to Kolkata"দ্য ডেইলি স্টার। জুন ৭, ২০১৫। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৭ 
  13. "Azad Abul Kalam, Afsana Mimi together in Eid tele-drama"দ্য ইনডিপেন্ডেন্ট। ১১ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৭ 
  14. "নাটক : অসুখের নাম ভালোবাসা"এনটিভি অনলাইন (ntvbd.com)। ঢাকা। আগস্ট ২, ২০২১। সংগ্রহের তারিখ আগস্ট ৩, ২০২১ 

বহিঃসংযোগ