সুপ্রিয়া পাঠক

ভারতপিডিয়া থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
সুপ্রিয়া পাঠক
SupriyaPathak.jpg
২০১২ সালে সুপ্রিয়া পাঠক
জন্ম
সুপ্রিয়া পাঠক

(1961-01-07) ৭ জানুয়ারি ১৯৬১ (বয়স ৬৩)
জাতীয়তাভারতীয়
শিক্ষাচারুকলায় স্নাতক (নৃত্য)
মাতৃশিক্ষায়তননালন্দা ড্যান্স রিসার্চ সেন্টার, মুম্বই বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৮১-বর্তমান
দাম্পত্য সঙ্গীপঙ্কজ কাপুর (বি. ১৯৮৮)
সন্তানসানা কাপুর
রুহান কাপুর
পিতা-মাতা
আত্মীয়রত্না পাঠক (বোন)
নাসিরুদ্দিন শাহ্ (ভগ্নীপতি)
শাহিদ কাপুর (সৎ-ছেলে)
ইমাদ শাহ (বোনপো)
বিবান শাহ (বোনপো)
পুরস্কারফিল্মফেয়ার পুরস্কার (৩ বার)

সুপ্রিয়া পাঠক কাপুর (জন্ম ৭ জানুয়ারি ১৯৬১) হলেন একজন ভারতীয় চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেত্রী। তিনি হংস পারেখের খিচড়ি ফ্র্যাঞ্চাইজি ও সঞ্জয় লীলা ভন্সালীর গোলিয়োঁ কী রাসলীলা রাম-লীলা চলচ্চিত্রে ধনকর সনেরা চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি একাধিক চলচ্চিত্র ও টেলিভিশন পুরস্কার অর্জন করেছেন, তন্মধ্যে রয়েছে তিনটি ফিল্মফেয়ার পুরস্কার ও দুটি ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ড।

গুজরাতি পরিবারে জন্মগ্রহণকারী সুপ্রিয়া মঞ্চে অভিনয়ের মধ্যে দিয়ে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি কলিযুগ (১৯৮১) ও বাজার (১৯৮২) চলচ্চিত্রে অভিনয় করে টানা দুবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। তিনি ওয়েক আপ সিড (২০০৯) ও খিচড়ি: দ্য মুভি (২০১০) চলচ্চিত্রে অভিনয় করে আরও দুটি ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০১৩ সালের গোলিয়োঁ কী রাসলীলা রামলীলা চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে তার তৃতীয় ফিল্মফেয়ার পুরস্কার[১] এবং শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী বিভাগে জি সিনে পুরস্কার অর্জন করেন।[২]

প্রারম্ভিক জীবন

সুপ্রিয়া পাঠক ১৯৬১ সালের ৭ই জানুয়ারি মহারাষ্ট্রের মুম্বই শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা বলদেব পাঠক একজন পোশাক নির্মাতা এবং মাতা দিনা পাঠক মঞ্চ অভিনেত্রী। তার পিতা পাঞ্জাবি ও মাতা কাথিয়াবাদি গুজরাতি।[৩] তার বড় বোন রত্না পাঠকও একজন মঞ্চ ও চলচ্চিত্র অভিনয়শিল্পী। তিনি মুম্বইয়ের দাদারের পার্সি কলোনিতে বেড়ে ওঠেন,[৪] এবং জে. বি. বচ্ছা হাই স্কুলে পড়াশোনা করেন। তিনি মুম্বই বিশ্ববিদ্যালয়ের নালন্দা ড্যান্স রিসার্চ সেন্টার থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন, তার বিশেষ ক্ষেত্র হল ভারতনাট্যম[৪][৫]

পুরস্কার ও মনোনয়ন

ফিল্মফেয়ার পুরস্কার
বছর বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
১৯৮২ শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী কলিযুগ বিজয়ী
১৯৮৩ বাজার
২০১০ ওয়েক আপ সিড মনোনীত
২০১১ খিচড়ি: দ্য মুভি [৬]
২০১৪ গোলিয়োঁ কী রাসলীলা রামলীলা বিজয়ী [৭]
অন্যান্য চলচ্চিত্র পুরস্কার
বছর পুরস্কার বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র
২০০৯ অপ্সরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রডিউসার্স গিল্ড পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী সরকার রাজ মনোনীত [৮]
২০১০ ওয়েক আপ সিড [৯]
২০১০ আইফা পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী
২০১০ স্টারডাস্ট পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী
২০১১ খিচড়ি: দ্য মুভি
২০১৪ অপ্সরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রডিউসার্স গিল্ড পুরস্কার শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী গোলিয়োঁ কী রাসলীলা রামলীলা বিজয়ী
২০১৪ স্ক্রিন পুরস্কার শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী মনোনীত [১০]
২০১৪ জি সিনে পুরস্কার শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী বিজয়ী [১১]
২০১৪ আইফা পুরস্কার শ্রেষ্ঠ খল অভিনয় মনোনীত [১২]

তথ্যসূত্র

  1. "59th Idea Filmfare Awards 2013 Live Update"দ্য টাইমস অব ইন্ডিয়া। ২৪ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯ 
  2. "Zee Cine Awards 2014: Winner`s List"জি নিউজ (English ভাষায়)। ২৪ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯ 
  3. "Supriya Pathak: As a man, I give Pankaj Kapur 9 out of 10"দ্য টাইমস অব ইন্ডিয়া (English ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  4. ৪.০ ৪.১ "Pankaj brought therav in my life"ফিল্মফেয়ার (English ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  5. "New Document"ইন্ডিয়া টাইমস (English ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  6. "Nominations for 56th Filmfare Awards 2010 : Bollywood News"বলিউড হাঙ্গামা (English ভাষায়)। ১৪ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২০ 
  7. "59th Idea Filmfare Awards 2013: Complete list of winners"দ্য টাইমস অব ইন্ডিয়া (English ভাষায়)। ২৮ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২০ 
  8. "4th Apsara awards nominees"। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২০ 
  9. "5th Apsara awards nominees"। ২০ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২০ 
  10. "20th Annual Screen Awards 2014: The complete list of nominees"। সিএনএন-আইবিএন। ৮ জানুয়ারি ২০১৪। ৮ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২০ 
  11. "Zee Cine Awards 2014:"। জি নিউজ। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২০ 
  12. "IIFA Awards 2014: The list of nominees"। নিউজ এইটিন। ২২ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২০ 

বহিঃসংযোগ

Commons-logo.svg উইকিমিডিয়া কমন্সে সুপ্রিয়া পাঠক সম্পর্কিত মিডিয়া দেখুন।

লুয়া ত্রুটি মডিউল:কর্তৃপক্ষ_নিয়ন এর 348 নং লাইনে: attempt to index field 'wikibase' (a nil value)।